Tuesday, July 4, 2023

দেবদাসী: ধর্মের মোড়কে গণিকাবৃত্তি।। রচনা: রবি রায় ।। পৃষ্ঠা ২


কাব্য দিয়ে শুরু, কিন্তু...


"...ওগো মেঘ যদি অন্য কোন সময়ে মহাকালের মন্দিরে উপস্থিত হও, তবে যতক্ষণ সূর্য দৃষ্টিপথ অতিক্রম করে ততক্ষণ অপেক্ষা কোরো। সন্ধ্যায় যখন আরতি হবে তখন তুমি একটু গম্ভীর ধ্বনি কোরো, তোমার সেই গর্জনেই ঢাকের প্রয়োজন সিদ্ধ হবে, আর তুমি দেবসেবার ফল লাভ করবে। সেই মন্দিরে দেবদাসীরা নৃত্য করে, মহাকালকে চামর ব্যজন করে; তালে তালে পদক্ষেপের সঙ্গে সঙ্গে মেখলায় ঝঙ্কার ওঠে; ক্রমে তাদের হস্ত ক্লান্ত হয়ে আসে। প্রিয়তমে‌র নকক্ষতযুক্ত অঙ্গবিশেষ তোমার বিন্দু বিন্দু বর্ষণ পেলে তারা তৃপ্ত হয়ে তোমার দিকে কটাক্ষ নিক্ষেপ করবে - মনে হবে যেন অসংখ্য ভ্রমর তোমার দিকে ছুটে আসছে।..."

মহাকবি কালিদাস রচিত  'মেঘদূত' কাব্যের মুখ্য চরিত্র স্বর্গ থেকে নির্বাসিত ও রামগিরি পর্বতে আশ্রিত বিরোহী যক্ষ মেঘকে দূতরূপে তার বিরহিনী প্রিয়ার কাছে পাঠাবার সময় পথের বৈচিত্র্য বর্ণনা করতে গিয়ে এভাবেই সন্ধান দিয়েছিল মন্দিরকন্যা দেবদাসীদের।

কিন্তু শুধু মহাকবির কাব্যিক বর্ণনাতেই নয়, ওরা ছিল বাস্তবেও।







 


---

অসমাপ্ত 


No comments:

Post a Comment

একাত্তরের জননী

  বর্তমানে বইটি মুদ্রিত নেই   একাত্তরের মা হয়েই আমৃত্যু কাটিয়েছেন।   প্রধানমন্ত্রীর অনুরোধেও স্বাধীনতা সংগ্রামীর পেনশন নেননি। একাত্তরের জননী...