অনেক বছর আগে। শেষ করতে পারিনি এখনো। সেসময় যতটা করা সম্ভব হয়েছিল ততটুকু এখানে প্রকাশিত হয়েছে।- রবি রায়
-----------------------------------------------------------
বিশ্ব জুড়েই শিক্ষা এখন বাজারের পণ্য, পণ্য ভারতেও। ২০০৮ সালের হিসাব অনুসারে ভারতের বেসরকারি শিক্ষা-বাজারের মূল্যমান ছিল ৪০ বিলিয়ন মার্কিন ডলার, অনুমান ২০১২ সালে এই মূল্যমান দাঁড়াবে ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে। ভারতীয় মুদ্রায় পরিমাণটা বেশ বড় আকারের। কিন্তু তাতে কী? এই বাজারের যারা ক্রেতা, তারা বড়জোর দেশের জনসংখ্যার ৫ কি ১০ শতাংশ। তাই দেখা যায়, জনসংখ্যার ৩৫ শতাংশ এখনো নিরক্ষর, মাত্র ১৫ শতাংশ ভারতীয় ছাত্র উচ্চ বিদ্যালয়ে পৌঁছায়, আর মাত্র ৭ শতাংশ পৌঁছাতে পারে কলেজের দোরগোড়ায়। এর উপর আছে উপযুক্ত পরিকাঠামো, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও গুণমানের পাঠক্রমের অভাব। যে দেশ একদা জন্ম দিয়েছিল বিশ্বখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংক্ষেপে এই হলো সেই দেশ ভারতের সমকালীন শিক্ষাচিত্র।
ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থার শুরুয়াৎ ব্রিটিশ শাসনামলে।
contd...
No comments:
Post a Comment