Friday, July 7, 2023

Facts related to water ।। Compilation: Rabi Roy ।। Page 2

 

জলদূষণের অন্যতম কারণ জলে আর্সেনিকের উপস্থিতি। 


মানবদেহের উপর আর্সেনিকের নানাবিধ প্রভাব  💀

* স্নায়ুতন্ত্র (Nervous System): 

দুর্বলচিত্ততা, দুর্বল গতি, স্নায়বিক অসুস্থতা

* হৃদপিন্ড ও রক্তপ্রবাহ (Cardiovascular System):

হৃদযন্ত্রের অসুস্থতা, অস্বাভাবিক রক্তচাপ, হার্ট এ্যাটাক 

* ক্যানসার আক্রান্ত হতে পারে কিনা ও (গল) ব্লাডার (Rental System):

* ত্বক (Skin)

ত্বকের বিকৃতি দেখা যায় (সচরাচর এটাই আমাদের দৃষ্টি আকর্ষণ করে) 


এছাড়া ক্যানসারে আক্রান্ত হতে পারে ত্বক


* এনডোক্রাইন সিস্টেম (Endocrine System):

বহুমূত্র রোগ হতে পারে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্লুকোজ ধারন ক্ষমতা দুর্বল করে 

* শ্বসনতন্ত্র (Respiratory System):

ফুসফুসে ক্ষয়রোগ, ব্রঙ্কাইটিস, ফুসফুসে ক্যান্সার 

* লিভার (Lever):

লিভার ক্যান্সার হতে পারে 

* বাড়বৃদ্ধির প্রকৃয়া (Development Process):

শিশুদের ক্যান্সারের সম্ভাবনা থাকছে বয়স্কদের মতোই, শিশুমৃত্যু বৃদ্ধি, স্নায়ুবিক দুর্বলতা, জন্মকালীন ওজন হ্রাস


মানবদেহের উপর ফ্লোরাইডের প্রভাব














No comments:

Post a Comment

একাত্তরের জননী

  বর্তমানে বইটি মুদ্রিত নেই   একাত্তরের মা হয়েই আমৃত্যু কাটিয়েছেন।   প্রধানমন্ত্রীর অনুরোধেও স্বাধীনতা সংগ্রামীর পেনশন নেননি। একাত্তরের জননী...