পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ারে দীর্ঘদিন থেকেছেন এমন পাঁচজন মুখ্যমন্ত্রীর জমানায় খুনের খতিয়ান (কেন্দ্র ও রাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুসারে) নিম্নরূপ:
* বিধানচন্দ্র রায় (১৯৫২-৬২)
- ২,৫০৩ জন
* প্রফুল্ল চন্দ্র সেন (১৯৬২-৬৭)
- ২,৬৬৮ জন
* সিদ্ধার্থশংকর রায় (১৯৭২-৭৭)
- ৪,৩০৫ জন
* জ্যোতি বসু - বুদ্ধদেব ভট্টাচার্য (১৯৭৭-২০০৩)
- ৪২,০২৪ জন
উক্ত মুখ্যমন্ত্রীদের জমানায় রাজ্যে খুনের বার্ষিক গড় নিম্নরূপ:
* বিধানচন্দ্র রায়। ৫৫০
* প্রফুল্ল চন্দ্র সেন। ৫৩৩
* সিদ্ধার্থশংকর রায়। ৮৬১
* জ্যোতি বসু। ১৫২৯
* বুদ্ধদেব ভট্টাচার্য। ১৪২৭
সূত্র: সংবাদ প্রতিদিন ২৬.১১.২০০৪
---
কয়েক বছরের তথ্য উপরোক্ত তালিকায় পাওয়া যায়নি।
---
পঞ্চায়েত ভোটের রাজনীতিতে মৃত্যুর তালিকায় ২০০৩ সর্বোচ্চসংখ্যক স্থান অধিকার করেছে (নিচের তথ্যচিত্রটি ফেবুতে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে)।
Exact figures not yet found.
মনোনয়ন পর্ব থেকে শুরু করে এবারের পঞ্চায়েত ভোটের মোট বলি দাঁড়াল ৩৯ (মতান্তরে ৪১)
সূত্র: আনন্দবাজার পত্রিকা (প্রথম পাতা) ০৯.০৭.২০২৩
No comments:
Post a Comment