Friday, July 7, 2023

মাইগ্রেশন: একটি সংক্ষিপ্ত প্রতিবেদন।। রবি রায় ।। পৃষ্ঠা ১

মাইগ্রেশন
রচনা: রবি রায় 

গ্রাম থেকে শহরে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে, এক দেশ থেকে অন্য দেশে --- বাঁচার তাগিদে দুনিয়া জুড়ে অবিরাম মানুষের স্রোত। ইংরেজিতে বলা হয় --- Migration is a rational economic choice, কিন্তু বাস্তব সত্যটা হলো দারিদ্র্য, কর্মহীন ও নিজ বাসভূমি থেকে উৎখাত হওয়া মানুষের জীবনে migration is primarily compulsion and choice is, obviously, a secondary factor. দারিদ্র্য ও অনাহারের জ্বালা থেকে মুক্তি পেতে নিজ বাসভূমি ছেড়ে হাজারে হাজারে মানুষ নিয়ত পাড়ি দেয় অজানা-অচেনা পথে। এমনকি দেশের সীমানাও তাদের আটকে রাখতে পারেনা। বিশ্বের প্রায় সর্বত্রই পেটের তাগিদে নিরন্ন মানুষের স্থানান্তরন চলেছে নিরন্তর যেমন চলত প্রাক-ইতিহাসের মুখে।
দারিদ্র্য ও অনাহারের জ্বালা থেকে মুক্তি পেতে নিজ বাসভূমি ছেড়ে হাজারে হাজারে মানুষ নিয়ত পাড়ি দেয় অজানা-অচেনা পথে। এমনকি দেশের সীমানাও তাদের আটকে রাখতে পারেনা।😲



(চলছে)








No comments:

Post a Comment

একাত্তরের জননী

  বর্তমানে বইটি মুদ্রিত নেই   একাত্তরের মা হয়েই আমৃত্যু কাটিয়েছেন।   প্রধানমন্ত্রীর অনুরোধেও স্বাধীনতা সংগ্রামীর পেনশন নেননি। একাত্তরের জননী...