Monday, March 6, 2023

Rabi Roy: Heartfelt Poems

Memories of Madhabi 

Look not with your human eyes,  
Close them and stare at my chest where there is kept for you till today a fresh heart that you asked of me more than half a century ago.

Do you feel spring has come as it came years ago.
-rabi
06/03/2023

শেষের সেদিন পড়ে মনে
আমায় দিলো বিদায়,
বলল শুধু, ফিরে এস,
থাকব প্রতীক্ষায়।
এমনি কোন পারের ঘাটে
শুভ্র বেশে এলোচুলে
বলল যেন অনেক কথা
দুটি চোখের ভাষায়।
নাউয়ে বসে মাঝ দরিয়ায়
প্রথম সেদিন আমার
মনে হলো এলাম ফেলে
নদীর পাড়ে হৃদয়,
অলক্ষ্যে পাষাণে বুঝি
ফুটল সেদিন ফুল।

-রবি রায়



OTHER STORIES







কেউ কেউ তো আছেই এমন
যে তোমারে চায়,
সঙ্কোচেতে মলিন হৃদয়
সাহসভরে বলিতে নাহি পায়।
-রবি রায় 



No comments:

Post a Comment

একাত্তরের জননী

  বর্তমানে বইটি মুদ্রিত নেই   একাত্তরের মা হয়েই আমৃত্যু কাটিয়েছেন।   প্রধানমন্ত্রীর অনুরোধেও স্বাধীনতা সংগ্রামীর পেনশন নেননি। একাত্তরের জননী...